বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২০:০২

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে আবুল কাশেম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। গত রবিবার (১২ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মুত আবুল কাশেম রংপুর নগরীর ধাপ হাজীপাড়া (সর্দারপাড়া) এলাকার বাসিন্দা। করোনা ভাইরাস ছাড়াও তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে তার দাফন সম্পন্ন করে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

তিনি জানান, নতুন এক জনসহ জেলায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২জনে। এ নিয়ে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ১৫জনের।

বর্তমানে রংপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৭ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে ৮৭০ জন সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/এমআর