বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালাইয়ে করোনা উপসর্গে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৬:৪৭

জয়পুরহাটের কালাই উপজেলায় করোনা উপসর্গে মামুনুর রশীদ সরকার (৭১) নামে এক আওয়ামী লীগ নেতার  মৃত্যু হয়েছে। শনিবার সকালে বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মামুনুর রশীদ সরকার কালাই পৌরসভার কৃষি ব্যাংক পাড়ার মৃত ইয়াসিনের ছেলে ও কালাই পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, শ্বাসকষ্টসহ কোভিডের উপসর্গ নিয়ে শুক্রবার বেলা ১১টার দিকে মামুনুর রশীদ সরদারকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। কিন্তু নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই শনিরার সকাল সাড়ে ৭টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

কালাই উপজেলায় করোনা উপসর্গে এই প্রথম কেউ মারা গেলেন।

ইত্তেফাক/এসি