বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বানরের দেহে ভালো কাজ করেছে মডার্নার করোনা ভ্যাকসিন: গবেষণা

আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৪:৫৫

মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার সম্ভাব্য করোনা ভ্যাকসিন বানরের দেহে ট্রায়ালে ভালো কাজ করেছে। এই ভ্যাকসিন প্রয়োগের ফলে বানরের নাকে এবং ফুসফুসে করোনা সংক্রমিত হয়নি। মঙ্গলবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।

জানা গেছে, গবেষণায় তিনটি দলে বিভক্ত করে ২৪টি বানরের দেহে দুটি করে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়।  গবেষকরা মনে করছেন, এই ভ্যাকসিন যদি একইভাবে মানুষের দেহেও কাজ করে তাহলে বায়ু থেকে করোনা ভাইরাসের সংক্রমণ মানবদেহে ছড়ানো অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে।

গবেষণার ফলাফল অনুসারে, যে সমস্ত বানরের শরীরে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তারা করোনা সংক্রমণের মধ্যে থেকেও কোনওভাবে ওই রোগে আক্রান্ত হয়নি। এমনকী ওই প্রাণীর ফুসফুসের মধ্যেও করোনার আক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 গত জুলাইয়ের শুরুতে ৪৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে মডার্নার এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। তখন দেখা গিয়েছিল এটি নিরাপদ এবং তা করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখছে। আগামী নভেম্বর বা ডিসেম্বরে মডার্না মানবদেহে করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করবে।

ইত্তেফাক/এআর