শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত হওয়া একটি সতর্কবার্তা: হু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৭

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল সাময়িক স্থগিত হয়ে যাওয়াকে একটি সতর্কবার্তা হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 
 

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন বলেন, এটি একটি সতর্কবার্তা। আমাদের সতর্ক থাকতে হবে। তবে নিরুৎসাহিত করলে চলবে না। এমনটা ঘটেই থাকে।

তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে আস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর যুক্তরাজ্যের এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়েন। এরপরই ভ্যাকসিনের ট্রায়াল সাময়িক স্থগিত করে আস্ট্রেজেনেকা। জানা গেছে, ওই রোগী স্নায়বিক উপসর্গে ভুগছেন।  

 গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ৮০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ইত্তেফাক/এআর