বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ৬০, মৃত্যু ৩ 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০০:১২

রংপুর বিভাগের ৮ জেলায় শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬০ জন । একই সময়ে রংপুর, নীলফামারী এবং কুড়িগ্রাম জেলায় ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ১’শ ২ জন এবং মৃত্যু হয়েছে ২০০ জনে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৯ হাজার ৫’শ ৪৮ জন রোগী সুস্থ হয়েছেন।  

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার সুলতান আহমেদ এ তথ্যগুলো নিশ্চিত করেন বলেন, শুক্রবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে দিনাজপুরে ১৮, রংপুরে ১৪, ঠাকুরগাঁয় ৯, নীলফামারীতে ৬, লালমনিরহাটে ৫ গাইবান্ধায় ৪, পঞ্চগড়ে ২ এবং কুড়িগ্রাম জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। 

এদিকে, করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছে মোট ৭৬ হাজার ৪’শ ৭০ জন। একই সময়ে এই বিভাগে ২৩৯ জনসহ মোট ৭১ হাজার ১’শ ৪  জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

ইত্তেফাক/কেকে