শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবার মৃত্যু বেড়েছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৯

দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৯২তম দিনে ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। সোমবারের চেয়ে গতকাল মঙ্গলবার ১৭ জন বেশি মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৮০২ জন। শনাক্ত বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন। সোমবারের চেয়ে ৭৩ জন কম সুস্থ হয়েছেন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ০১ শতাংশ। আগের দিন এ হার ছিল ৭১ দশমিক ৬৬ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার দশমিক ৩৫ শতাংশ বেশি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। সোমবারের চেয়ে গতকাল ৪৪ জন কম শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ৭৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪১ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৬৪৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয় ১৩ হাজার ৮৪৭ জনের। সোমবারের চেয়ে গতকাল ৮০১টি নমুনা বেশি সংগ্রহ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার ভিত্তিতে এ পর্যন্ত প্রতি ১০ লাখে মারা গেছেন ২৮ দশমিক ২০ জন।

ইত্তেফাক/এসি