বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশে করোনায় ২৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৮৮

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪০

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ২১৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৭ সেপ্টেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৮৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪০৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২৪ শতাংশ কম।

দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৩৪ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৮ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৫ জন। গতকালের চেয়ে আজ ৪৩ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৫৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৫ দশমিক ৪৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১৪ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭৬৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ২৮৪ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৪৮৫টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ১০৬টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৬৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৯২২ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৯৪৭টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। বাসস

ইত্তেফাক/কেকে