মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারত-নিউজিল্যান্ড ম্যাচের শুরুতেই বৃষ্টির বাধা

আপডেট : ১৩ জুন ২০১৯, ১৫:২৮

চলতি ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচের টস নির্ধারিত সময়ে করা সম্ভব হয়নি। আবহাওয়ার পূর্বাভাসকে সত্য করে এই ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি।

আজ বৃহস্পতিবার নটিংহামের ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হওয়ার কথা পয়েন্ট টেবিলের শীর্ষ দল নিউজিল্যান্ড ও অন্যতম ফেভারিট দল ভারতের। এই ম্যাচে ভারত জিতলে দখল করবে শীর্ষস্থান। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলে অনেকখানি এগিয়ে যাবে সেমিফাইনালের পথে।

বিশ্বকাপের এই আসরে ইতোমধ্যেই রেকর্ড তিনটি ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়েছে। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে আইসিসি। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরমধ্যে দুটি ম্যাচে টসও করা যায়নি।

 

এর আগে সবচেয়ে বেশি ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে দুটি করে ম্যাচ বাতিল হয়।

 

ইত্তেফাক/এএম