বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভূতুড়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৭ জুন ২০১৯, ০০:৫৫

আইসিসির নিয়মিত হালনাগাদ হতে থাকা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। আইসিসি দেখাচ্ছে, এই সপ্তাহে বাংলাদেশ ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ৮-এ নেমে গেছে। এদিকে ক্রিকেট বিষয়ক বিখ্যাত ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো দেখাচ্ছে, বাংলাদেশ সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে ৭ নম্বরেই আছে।

আইসিসির হিসাবে ৩৮ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৩২২৫। যাতে বাংলাদেশের রেটিং হয়েছে ৮৫। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ৪১ ম্যাচে পয়েন্ট ৩৫২৯; রেটিং হয়েছে ৮৬। এই হিসাবের ফলেই বাংলাদেশকে টপকে ৭ নম্বরে চলে এসেছে উইন্ডিজ।

অপর দিকে ক্রিকইনফো বলছে, ৩৮ ম্যাচে বাংলাদেশের মোট পয়েন্ট ৩৪৫৬; রেটিং ৯১। এতে বাংলাদেশ ৭ নম্বরেই আছে। আবার ক্রিকইনফোর হিসাবে ওয়েস্ট ইন্ডিজ ৪২ ম্যাচে ৩২৯৪ পয়েন্ট পেয়েছে। ফলে তাদের রেটিং ৭৮।

আরও পড়ুন: ডিআইজি মিজান কি দুদকের চেয়ে বড়!

আইসিসির র‌্যাংকিংয়ে সবচেয়ে অযৌক্তিক বিষয় হলো গত কিছুদিনে বাংলাদেশ তিন বার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। ফলে বাংলাদেশের পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে। বিপরীতে বাংলাদেশ অনেক ওপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। ফলে বাংলাদেশের পয়েন্ট বাড়াই উচিত।

ইত্তেফাক/নূহু