বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাকিবের দ্বিতীয় শিকার পুরান

আপডেট : ১৭ জুন ২০১৯, ১৮:১২

যখনই বিপজ্জনক হচ্ছে উঠছে ওয়েস্ট ইন্ডিজের কোনো জুটি, তখনই আঘাত হানছেন সাকিব আল হাসান। এবার নিকোলাস পুরানকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে এভিন লুইসকে আউট করে ভাঙেন ১১৬ রানের বড় জুটি।​

 

আজ সোমবার ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ড টনটনে টস বল বেছে নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

 

বল হাতে শুরুতেই সফলতা পান মাশরাফির সঙ্গে আক্রমণ শুরু করা মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যক্তিগত শূন্য রাতে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন ক্রিস গেইল। এরপর কিছুটা ধীরগতিতে খেলে ১১৬ রানের বড় জুটি গড়েন সাই হোপ ও এভিন লুইস। ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। ৬৭ বল খেলে ব্যক্তিগত ৭০ রানে আউট হন লুইস। নিকোলাস পুরান আক্রমণাত্মক খেলতে শুরু করলে তাকেও ফেরান সাকিব। দলীয় ১৫৯ রানে ক্যারিবিয়ানদের তৃতীয় উইকেটের পতন হয়। একপ্রান্তে আগলে খেলতে থাকা শাই হোপের সঙ্গে যোগ দেন সিমরন হিটমার।

 

শেষ চারে যাওয়ার আশা ধরে রাখতে দু’দলের জন্যই এটি বাঁচামরার লড়াই। প্রথম চার ম্যাচ থেকে একটি করে জয় নিয়ে দু’দলেরই অর্জন ৩ পয়েন্ট। তাই এই ম্যাচ হারলে কার্যত সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে।

 

ইত্তেফাক/এএম/কেআই