বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেষই হয়ে গেল ধাওয়ানের বিশ্বকাপ

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৭:৪৮

শেষ আশাটুকুও শেষ। বিশ্বকাপ থেকে ছিটকেই পড়লেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান। আজ বুধবার এক টুইটার বার্তায় আইসিসির পক্ষ থেকে জানানো হয়, হাতের হাড় ভেঙে যাওয়ায় এই বিশ্বকাপের আর কোনো ম্যাচে খেলা হচ্ছে না ধাওয়ানের।

 

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের এক বাউন্সারে বুড়ো আঙুলে চোট পান ধাওয়ান। ওই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। পরে ফিল্ডিংয়েও নামেন।

 

ম্যাচ শেষে বিসিসিআই জানায়, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতেই হচ্ছে ভারতীয় এই ওপেনারকে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস উদ্বোধন করার জন্য লোকেশ রাহুলকেই বেছে নিতে হবে ভারতকে।

 

পরে দলে ধাওয়ানের জায়গায় অন্তর্ভুক্ত করার জন্য ঋষভ পন্তকে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ড। শেখর ধাওয়ানের আশা পুষে রেখে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে রাখা হয় স্ট্যান্ডবাই।

 

ইত্তেফাক/এএম