শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১০ ওভারে একটি সুযোগ, তাও মিস

আপডেট : ২০ জুন ২০১৯, ১৬:১৯

নিজেদের প্রথম ১০ ওভার ব্যাটিং শেষ করেছে অস্ট্রেলিয়া। সতর্কতার সঙ্গে খেলে দুই উদ্বোধনী ব্যাটসম্যান দলীয় স্কোরে যোগ করেছেন ৫২ রান। এই সময়ের মধ্যে মাশরাফির বলে একটি ক্যাচ দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে পয়েন্টে থাকা ফিল্ডার সাব্বির তালুবন্দী করতে ব্যর্থ হন।
 
এর আগে আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটে নেমে সতর্ক শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

পাঁচ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান টেবিলের তৃতীয়স্থানে। অন্যদিকে ৫ ম্যাচ থেকে দুই জয়, দুই হার ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চমস্থানে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এ পর্যন্ত ২০টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৮টি, বাংলাদেশ একটিতে। বাকি একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। বাংলাদেশের একমাত্র জয়টি ছিল ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনসে।

ইত্তেফাক/এএম