শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওয়ার্নারের শতকে বড় স্কোরের পথে অস্ট্রেলিয়া

আপডেট : ২০ জুন ২০১৯, ১৮:১৯

অ্যারন ফিঞ্চকে থামানো সম্ভব হলেও ডেভিড ওয়ার্নার খুঁটি গেড়েছেন ভালোভাবেই। শতরানের নান্দনিক এক ইনিংসে দলকে নিয়ে গেছেন বড় স্কোরের পথে। রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে অসিদের সংগ্রহ ২৬৩/১। ডেভিড ওয়ার্নার ১৪৩ ও ওসমান খাজা ৫৭ রানে ব্যাট করছিলেন।


এর আগে আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটে নেমে সতর্ক শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। দুজনে মিলে সংগ্রহ করেন ১২১ রানের বড় জুটি। এরপর ওয়ার্নারের সঙ্গে যোগ দেন ওসমান খাজা।

পাঁচ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান টেবিলের তৃতীয়স্থানে। অন্যদিকে ৫ ম্যাচ থেকে দুই জয়, দুই হার ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চমস্থানে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এ পর্যন্ত ২০টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৮টি, বাংলাদেশ একটিতে। বাকি একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। বাংলাদেশের একমাত্র জয়টি ছিল ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনসে।
ইত্তেফাক/এএম