শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যেখানে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ২৫ জুন ২০১৯, ১২:১৪

দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে আজ মঙ্গলবার লর্ডসে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ২০ রানে পরাজিত হওয়া ইংল্যান্ড এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে। তবে ইতিহাস তাদের বিপক্ষে। এর আগে বিশ্বকাপ মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ সাতবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে পাঁচবার।

নিজেদের মাঠে খেলা হওয়ার পরও আজ ইয়ন মরগ্যানের দলই বেশি চাপে থাকবে। কারণ, ছয় ম্যাচে চার ও দুই হারে ইংল্যান্ডের পয়েন্ট এখন আট। ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে আসা দলটি এখনো শেষ চার নিশ্চিত করতে পারেনি।

এর চেয়েও বড় ব্যাপার হলো সর্বশেষ ম্যাচে আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট খেলতে আসা শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গিয়ে মানসিক ভাবেও খানিকটা বিপর্যস্ত আছে স্বাগতিকরা।

আরো পড়ুন: বিশ্বকাপে আজ অ্যাশেজের আমেজ

অন্যদিকে, অস্ট্রেলিয়া কিছুটা হলেও নির্ভার। দারুণ ছন্দে থাকা দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পেয়ে গেছে ১০ পয়েন্ট। ফলে, সেমিফাইনালে ওঠার পথে অ্যারন ফিঞ্চের দলের আর খুব বেশি বাঁধা নেই।

ম্যাচটাকে চাইলে অ্যাশেজের পূর্ব প্রস্তুতি হিসেবেও দেখতে পারে দু’দল। কারণ এই বিশ্বকাপ শেষেই আগামী আগস্ট থেকে শুরু হবে অ্যাশেজের মহারণ!

ইত্তেফাক/এমআর