শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওয়ার্নার-ফিঞ্চের অর্ধশতকে বড় সংগ্রহের আভাস

আপডেট : ২৫ জুন ২০১৯, ১৭:৩৮

টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা দারুণ হয়েছে। দলীয় ১৭৩ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয়েছে। উসমান খাজাকে ফিরিয়েছেন বেন স্টোক। অ্যারন ফিঞ্চ ৯৩ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন স্টিভেন স্মিথ।​ 

এর আগে আজ মঙ্গলবার ইংল্যান্ডের লডসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান।

এই ম্যাচে স্বাগতিক ইয়ন মরগ্যানের দলই বেশি চাপে থাকবে। ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৮। ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে আসা দলটি এখনো শেষ চার নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে, অস্ট্রেলিয়া কিছুটা হলেও নির্ভার। দারুণ ছন্দে থাকা দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পেয়ে গেছে ১০ পয়েন্ট। ফলে, সেমিফাইনালে ওঠার পথে অ্যারন ফিঞ্চের দলের আর খুব বেশি বাধা নেই।

ইত্তেফাক/ইউবি