শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাহুলকে ফেরালেন হোল্ডার

আপডেট : ২৭ জুন ২০১৯, ১৭:০২

দলীয় ৯৮ রানের মাথায় ভারতের দ্বিতীয় উইকেটের পতন হয়েছে। উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুলকে ফিরিয়েছেন জেসন হোল্ডার। ৩০ রানে ব্যাট করা বিরাট কোহলির সঙ্গে যোগ দিয়েছেন বিজয় সরকার। ২১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯৮/২।

এর আগে ইংল্যান্ডের ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ২৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। কেমার রোচের বলে সাই হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। দলীয় ৯৮ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয়। উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুলকে ফেরান জেসন হোল্ডার।

ছয় ম্যাচে একটি জয়, চারটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ঝুলিতে এখন ৩ পয়েন্ট। ফলে টুর্নামেন্টের পরের পর্ব থেকে অনেকটাই ছিটকে গেছে হোল্ডাররা। আজ ভারতের বিরুদ্ধে উইন্ডিজদের ম্যাচটা তাই অনেকটা আনুষ্ঠানিকতার মতো। যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয় টুর্নামেন্টের সমীকরণে বড় কোনো প্রভাব ফেলবে না।

অন্যদিকে আজ জিতলে সেমির পথে কয়েকধাপ এগিয়ে যাবে ভারত। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৯। অবশ্য বোলিংয়ে বুমরাহ, শামি, চাহাল, কুলদীপরা ভারতের বড় ভরসা। ভালো ছন্দেও আছেন তারা। গেইল-হেটমায়ারদের আটকে দিতে চাহাল-কুলদীপই ভারতের মূল অস্ত্র। তাই আজকের ম্যাচে ভারত সব বিভাগেই এগিয়ে থাকবে।

ইত্তেফাক/এএম