শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোহলি-রোহিত জুটিতে ধীরে এগোচ্ছে ভারত

আপডেট : ৩০ জুন ২০১৯, ২১:০২

ইংল্যান্ডের দেয়া ৩৩৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ভারতের প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত শূন্যরানে ক্রিস ওকসের বলে কট এন্ড বোল্ড হন লোকেশ রাহুল। এর আগের ওভারেই জফরা আর্চারের বলে রোহিত শর্মার ক্যাচ ফেলেন স্লিপে থাকা জো রুট। এরপর রোহিতের সঙ্গে জুটি গড়ে ধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭১/১।

এর আগে আজ রবিবার ইংল্যান্ডের বার্মিংহামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। প্রথমে ব্যাট করে জনি বেয়ারস্টোর সেঞ্চুরি ও বেন স্টোকসের ৭৯ রানের দারুণ ইনিংসের সুবাদে ৩৩৭ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

ইংল্যান্ডের শুরুটা হয়েছিল দুর্দান্ত। জেসন রয়কে নিয়ে ১৬০ রানের দারুণ এক জুটি গড়েছিলেন জনি বেয়ারস্ট। সেই জুটি ভাঙেন কুলদীপ যাদব। ৫৭ বল থেকে ৬৬ রান করেন তিনি। দলীয় ২০৫ রানে ফিরেন অপর ওপেনার বেয়ারস্ট। আউট হওয়ার আগে ১০৯ বল থেকে ১০টি চার ও ৬টি ছক্কার মারে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেয়ারস্ট। এর পরপরই মোহাম্মদ সামির বলে ফিরেছেন ইয়ন মরগান। এরপর ইয়ন মরগান ও বেন স্টোকস চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন। দলীয় ২৭৭ রানে রুট আউট হন ব্যক্তিগত ৪৪ রানে। এরপর একপ্রান্তে স্টোকস দুর্দান্ত খেললেও অপরপ্রান্ত থেকে আউট হয়ে যান জোস বাটলার ও ক্রিস ওয়েকস। শেষ পর্যন্ত ৫৪ বল থেকে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন স্টোকস।

বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারতকে। ছয়টি ম্যাচ খেলে তারা জিতেছে পাঁচটিতেই। আরেকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ফলে, আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করে ফেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেদিক থেকে বেশ খানিকটা পিছিয়েই আছে ইংল্যান্ড দল। সবচেয়ে বড় ফেবারিট হিসেবে নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল তারা। কিন্তু, সাত ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে গিয়ে বেশ বিপাকে আছে দলটি। আর আজ হেরে গেলে সেমির পথটা আরো কঠিন হয়ে যাবে ইয়ন মরগ্যানের দলের জন্য।