শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৭:৩৮

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম্ব। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস দুটি ও জফরা আর্চার একটি উইকেট তুলে নিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১৮/৫।

এর আগে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের বার্মিহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অ্যারন ফিঞ্চ। এই ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে জয়ী নিউজিল্যান্ডের বিপক্ষে।

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জফরা আর্চারের বলে এলবিডব্লিউ হন অ্যারন ফিঞ্চ। এদিন রানের খাতা খুলতেও পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক। দলীয় ১০ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে ওকসের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন ডেভিড ওয়ার্নার। দলীয় স্কোরে চার রান যোগ করে হ্যান্ডসকম্বও ফিরলে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

ইত্তেফাক/এএম