মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাকিবদের পেছনে ফেলে টুর্নামেন্ট সেরা উইলিয়ামসন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০২:৪৪

সাকিব আল হাসান, রোহিত শর্মা ও মিচেল স্টার্ক এই তিনজনকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের কাছে সুপার ওভারের ম্যাচে হারলেও কিউই অধিনায়ক ৫৭৮ রান ও দুই উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন তিনি।

এই ম্যাচে পাঁচ সেঞ্চুরিতে ৬৪৮ রান করে ব্যাট হাতে সেরা রোহিত শর্মা। তার চেয়ে মাত্র এক রান কম নিয়ে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার রয়েছেন দ্বিতীয় স্থানে। তারপরই আছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সংগ্রহ ৬০৪ রান। বল হাতেও নেন ১১ ‍উইকেট। বল হাতে ২৭ উইকেট নেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তাই সাকিব, রোহিত ও স্টার্কের মধ্যে কারও হাতেই উঠবে টুর্নামেন্ট সেরার পুরস্কার, এমনটি ধারণা ছিল।

বিশেষ করে সাকিবের পক্ষেই ম্যাচসেরা হওয়ার পাল্লাটা বেশি ঝুঁকে ছিল। কারণ, তিনিই সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেরা অলরাউন্ড নৈপুণ্য দেখান। তবে শেষ পর্যন্ত দেশসেরা এই অলরাউন্ডারের স্বপ্ন পূরণ হলো না। গ্রুপপর্ব থেকে দলের বিদায়ের কারণেই আর হতে পারলেন না সেরা।

বরং ফাইনালে দারুণ নৈপুণ্য দেখানো নিউজিল্যান্ডের অধিনায়ক ৫৭৮ রান ও দুই উইকেট নিয়েই পেলেন টুর্নামেন্ট সেরারর মুকুট। 

ইত্তেফাক/কেআই  

এ সম্পর্কিত আরও পড়ুন