শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কারুশিল্পীদের পাশে এফডিসিবি

আপডেট : ১৬ জুন ২০২০, ২১:৫৬

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পীদের সাথে এই সংকটময় পরিস্থিতিতে যোগাযোগ রেখে চলেছে। প্রতিদিনের জীবন ও জীবিকার অন্বেষণে তারা তাদের সময়গুলো অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটাচ্ছে। করোনা ভাইরাস মহামারির এই সংকটে তাদের সঙ্গে এফডিসিবি আলোচনার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। 

এফডিসিবি প্রাথমিকভাবে কিছু কারুশিল্পীর তালিকা তৈরি করেছে। তিন মাস (মে থেকে জুলাই) এ সকল পরিবারের সাহায্যার্থে অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনুদান হিসেবে প্রতিটি পরিবার মাসিক পাবে ৫,০০০ টাকা। সিদ্ধান্ত অনুযায়ী এ প্রকল্পের মাধ্যমে ৫০০ কারুশিল্পীকে অনুদান পৌঁছে দেওয়ার কাজ চলছে। 

আরো পড়ুন: বাবার প্রতি শ্রদ্ধা

ইতিমধ্যে শতাধিক পরিবারকে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। অনুদানের জন্য-বিকাশ মার্চেন্ট (০১৭০৭০৬৩৫৩৭), নগদ ব্যক্তিগত (০১৭৭৭৪৬৮৯৮০)। যোগাযোগ: ০১৭১৭৩৭৭২৬৪। বিস্তারিত জানতে ফেসবুক পেজ : www.facebook.com/fdcbofficial/

ইত্তেফাক/এএএম