বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমারেশ বিশ্বাসের কবিতা ‘স্বাধীন দেশের স্বপ্ন সারথি’

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১০:৩৫

টুঙ্গিপাড়ায় জন্ম তোমার হে বঙ্গের সন্তান
তোমার কর্মে পেয়েছো খেতাব বঙ্গবন্ধু নাম!
স্বল্প জীবনে কাটিয়েছো প্রায় তেরো বছর জেলে
তবুও থামেনি কণ্ঠ তোমার নিয়েছে যখন সেলে!

পঁচিশে মার্চের সেই ভয়াল রাতে যখন দিয়েছো ডাক
দিকে দিকে তখন হুঙ্কার ছেড়ে দিয়েছে বাঙালি হাক!
ভাঙতে মনোবল নিয়ে গেছে তোমায় পাকিস্তানের জেলে
তুমি শেখের বেটা উঁচু করে মাথা চেয়েছিলে আঁখি মেলে!

খেতে দেয়নি দুবেলা দুমুঠো কেবলি দিয়েছে গালি
দৃঢ় প্রত্যয়ে বলেছো তুমি-এ সাহস কোথায় পেলি?
বাঙালি আমার আত্মার বাঁধন বাঙালি আমার প্রাণ
প্রাণ যায় যাক তবু বেঁচে থাক বাঙালির সম্মান!
জীবন তোদের হাতের মুঠোয় আঘাত করিস যত
আমার দেশের দামাল ছেলেরা করবেনা মাথা নত!

অবশেষে ঠিকই উঠেছিল রবি তুমি এসেছিলে ফিরে
স্বাধীন দেশের স্বপ্ন সারথি মহাজনতার ভিড়ে!
রক্তে ভেজা স্বাধীন দেশের তুমি হয়েছিলে ত্রাতা
তোমার জন্য পেয়েছে বাঙালি স্বাধীন পতাকা!

বীর বাঙালির সেই উচ্ছ্বাস নিভে গেল এক দিন
পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির কালো দিন!
কেঁদেছে বাঙালি কেঁদেছে জনতা তোমায় হারানো শোকে
পদ্মা মেঘনা যমুনা বয়ে যায়-আশা নিয়ে আজও বুকে!

 

ইত্তেফাক/ইউবি