বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি উদ্বোধন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:০০

রাজধানীর বিএন কলেজ ঢাকার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এ বছরের দেশভিত্তিক উৎকর্ষ (বই পড়া) কর্মসূচি উদ্বোধন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। 
 
বুধবার প্রতিষ্ঠানটির শহীদ মোয়াজ্জম হলে উৎসবমুখর পরিবেশে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

আরও পড়ুন: প্রখর সূর্যতাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সহজ জয় টিম ইন্ডিয়ার

বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), বিএন কলেজ ঢাকা-এর নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান কমডোর এম আনোয়ার হোসেন এবং বিএন কলেজ ঢাকার অধ্যক্ষ মোসলেহ্ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

ইত্তেফাক/অনি