শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মঈন আবদুল্লাহর ‘সিনেমা হলে তালা’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৬

সারাদেশের সিনেমা হলের অতীত ও বর্তমান চালচিত্র নিয়ে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ গবেষণামূলক গ্রন্থ ‘সিনেমা হলে তালা’।

সাংবাদিক মঈন আবদুল্লাহর লেখা এ বইটিতে থাকছে বাংলাদেশের বর্তমান সিনেমা হলগুলোর সার্বিক চিত্র, বাণিজ্যিক ভেতর-বাহিরের গল্প, চলচ্চিত্রের দুর্দিনের কথা। তুলে ধরা হয়েছে দেশিয় চলচ্চিত্রের সংকটময় সময়ে একের পর এক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলোর প্রেক্ষাপট।

দেশিয় সংস্কৃতির আঁতুড়ঘর সিনেমা হলের আদি-অন্ত জানা যাবে এ বইটিতে। বইটি প্রকাশ করেছে বাংলানামা প্রকাশনী। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বর, স্টল নং-৬৮। ‘সিনেমা হলে তালা’র মূল্য ধরা হয়েছে ১৮০ টাকা।

আরো পড়ুন: যৌন আকর্ষণ না থাকলে প্রেম হয় না: অঞ্জন দত্ত

বইটি নিয়ে লেখক মঈন আবদুল্লাহ বলেন, বাংলাদেশের অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। অনেক হলই অনিয়মিত সিনেমা প্রদর্শন করে থাকে। আসলে সিনেমা হলে তালা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। সারাদেশের সিনেমা হলের চিত্র নিয়ে এ বইটি সাজানো হয়েছে। এছাড়া দেশের অধিকাংশ সিনেমা হল কেমন চলছে এ তথ্যও পাওয়া যাবে এতে। পাশাপাশি একসময় সিনেমা হল বন্ধ হয়ে যাবে। ইতিহাসে নাম লেখাবে এসব হল। সেই ক্ষেত্রে আমার বইটি সিনেমা হল সম্পর্কে জানতে সহায়তা করবে।

ইত্তেফাক/জেডএইচ