শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনার বাংলা সাহিত্য পরিষদ সম্মাননা পাচ্ছেন ৮ জন

আপডেট : ২৯ জুন ২০১৯, ১৮:৪০

শিল্পসাহিত্য বিশেষ অবদানের জন্য আটজনকে সম্মাননা দিচ্ছে ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’ (এসবিএসপি)। আগামী ৬ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় এই সম্মাননা দেওয়া হবে।

যাদের সম্মাননা দেওয়া হচ্ছে তারা হলেন, কবিতায় আলমগীর রেজা চৌধুরী, শিশুসাহিত্যে মোজাম্মেল হক নিয়োগী, জ্যোৎস্নালিপি ও শাম্মী তুলতুল, গীতি কবিতায় অতনু তিয়াস, উপন্যাসে কিঙ্কর আহসান, সাইন্স ফিকশনে রনক ইকরাম এবং ছোটগল্পে সাইফ বরকউল্লাহ।

সম্মাননার আয়োজন করেছে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)। সহযোগিতায় রয়েছে নীতুল প্রকাশনী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন চাঁদের কনা

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল, মুক্তমনা কবি-সাহিত্যিক নিয়ে গঠন করা হয় ‌‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’। প্রতিবছরই সংগঠনটির পক্ষ থেকে শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্য এই সম্মাননায় ভূষিত করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ফখরুল হাসান ও সভাপতি তারেক হাসান।

ইত্তেফাক/অনি