শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রকাশিত হতে যাচ্ছে কনকের প্রথম বই ‘কালো মেয়ের কালো চশমা’

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২০:৩৭

খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে চিকিৎসক নার্গিস আখতার কনকের প্রথম ছোটগল্পের বই 'কালো মেয়ের কালো চশমা'। মোট ৭টি ছোটগল্প নিয়ে প্রকাশিত হচ্ছে বইটি। বইটি প্রকাশ করছে 'পাতা প্রকাশনী'।

জানা যায়, নার্গিস আখতার কনক উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বর্তমানে শিক্ষানবিশ ডাক্তার হিসেবে কাজ করছেন। ২০১৮ সালের নেপাল বিমান ট্রাজেডিতে কনক তার মা-বাবাকে হারিয়েছেন। তার বাবা মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ও মা রাজশাহী সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষক আখতারা বেগম। কনকের বাবা জীবিত অবস্থায় গল্পটির নামকরণ করেছিলেন 'কালো মেয়ের কালো চশমা'। বাবার দেওয়া নামেই প্রকাশিত হতে যাচ্ছে বইটি।

দুই বোনের মধ্যে কনক ছোট। মা-বাবা হারানোর শোক সামলে কনক এগিয়ে চলছেন তার জীবনের লক্ষ্যে। লেখালেখির পাশাপাশি ভালো বেহালা বাজান তিনি। বেহালা বাজানো শিখতেন পল্লবীর কলতান সাংস্কৃতিক একাডেমীর চেয়ারম্যান ভাওয়াইয়া শিল্পী প্রয়াত সাংবাদিক সফিউল আলম রাজার কাছে। 

লেখক নার্গিস আখতার কনক বলেন, 'বইটির প্রচ্ছদ করেছেন আলেয়া বেগম আলো। ৪৮ পৃষ্ঠার বইটি পাওয়া যাবে ১২৫ টাকায়।'

ইত্তেফাক/জেডএইচডি