শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্যাংক হিসাব রক্ষণাবেক্ষণ চার্জ কমাতে নির্দেশ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২১:৪৮

বাংলাদেশ ব্যাংক (বিবি) তফসিলী ব্যাংকসমূহকে ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকে আনার লক্ষ্যে একাউন্ট রক্ষণাবেক্ষণ ফিস সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।

 

বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তিতে সেভিংস একাউন্টে গড়ে ১০ হাজার টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে কোনো প্রকার রক্ষণাবেক্ষণ ফিস কর্তন না করার নির্দেশ দেয়া হয়েছে। তবে ইতোপূর্বে ৫ হাজার টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে এ ফিস কাটা হতো না।

আরো পড়ুন : চাঁদাবাজির টাকা যুক্তরাষ্ট্রে পাচার করতেন কাউন্সিলর মঞ্জু

এছাড়া, বিবি তফসিলী ব্যাংকসমূহকে কারেন্ট একাউন্টসমূহে প্রত্যেক ছয় মাসে ইতোপূর্বে ৫০০ টাকার স্থলে বর্তমানে ৩০০ টাকা কর্তনের নির্দেশ প্রদান করেছে।

 

সেভিংস একাউন্টসে গড়ে জমাকৃত ১০ হাজার থেকে ২৫ হাজার টাকায় সর্বোচ্চ ১০০ টাকা, ২৫ থেকে দুই লাখ সর্বোচ্চ ২০০, দুই লাখ থেকে ১০ লাখে সর্বোচ্চ ২৫০ ও ১০ লাখে সর্বোচ্চ ৩০০ টাকা কর্তনের নির্দেশ দিয়েছে। বাসস

 

ইত্তেফাক/ইউবি