বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরো তলানিতে শেয়ারবাজার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৫:০৮

এক পা এগোলে দুই পা পেছাচ্ছে দেশের শেয়ারবাজার খ্রিষ্ট্রীয় নতুন বছরের প্রথম দুই কার্যদিবস সামান্য উত্থান হলেও পরের তিন দিন ব্যাপক পতন হয়েছে বাজারে এতে দেশের শেয়ারবাজারের সূচক আরো নিচে নেমে গেছে চলতি সপ্তাহের রবি থেকে মঙ্গলবার পর্যন্ত শেয়ারবাজারে পতন দেখা গেছে

 

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সোমবারের চেয়ে ৫১ পয়েন্ট কমে গেছে গতকাল সূচক কমে দাঁড়িয়েছে হাজার ২৮১ দশমিক ৪৪ পয়েন্টে ৪৪ মাস আগে ডিএসইর ব্রড ইনডেক্স একই অবস্থানে ছিল এছাড়া ডিএস-৩০ মূল্যসূচক ১৬ পয়েন্ট কমে হাজার ৪৩৬ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ১০ পয়েন্ট কমে ৯৭২ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার

 

গতকাল ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির ১১ কোটি ২১ লাখ ১৭ হাজার ৬৩৩টি শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ৩২৭ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৬৫০ টাকা

 

গতকাল লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি ছিলএডিএন টেলিকম, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, কেপিসিএল, স্ট্যান্ডার্ড সিরামিক, পেরামাউন্ট ইনসিওরেন্স, এসএস স্টিল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড সিটি ব্যাংক লিমিটেড

 

দর বৃদ্ধির শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি ছিল এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক, ইফাদ অটোস, ইবিএল এনারবি মি. ফা., পদ্মা অয়েল, দেশ গার্মেন্টস, ডরিন পাওয়ার, ন্যাশনাল ফিড মিল, নিটল ইনসিওরেন্স ফনিক্স ইনসিওরেন্স

আরো পড়ুন : সিটি নির্বাচন : মনোনয়ন প্রত্যাহারের শেষদিন বৃহস্পতিবার

অন্যদিকে গতকাল দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি ছিল জিলবাংলা সুগার মিল, আল-হাজ্ব টেক্সটাইল, বিআইএফসি, জাহিন স্পিনিং, প্রোগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স, হাওয়া অয়েল টেক্সটাইল, সাভার রিফ্রেক্টরিজ, সানলাইফ ইনসিওরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ সিলকো ফার্মা

 

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার পয়েন্টে সিএসইতে টাকার অঙ্কে ১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

 

ইত্তেফাক/ইউবি