শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদেশ যেতে এখন ১০ হাজার ডলার নেওয়া যাবে 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:০১

এখন থেকে বিদেশ যেতে কোনো ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার সঙ্গে নেওয়া যাবে। এছাড়া বাংলাদেশে আসার সময় একই পরিমাণ ডলার সঙ্গে আনা যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। 

সার্কুলারে বিদেশে যাওয়া-আসার সময় সঙ্গে ডলার রাখার সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে। এর আগে ঘোষণা ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা বা নেওয়ার যাওয়ার সুযোগ ছিল।  

এর আগের নির্দেশনা অনুযায়ী, এক বছরে বিশ্বের যে কোনও দেশে ভ্রমণের সময় নগদ ৫ হাজার ডলার ছাড়াও আরও ৭ হাজার ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারতেন। এ জন্য পাসপোর্টে প্রয়োজনীয় ঘোষণা দিতে হতো। 

ইত্তেফাক/জেডএইচ