পোশাক কারখানা বন্ধ রাখতে বিজিএমইএ’র আহ্বান

বিজিএমইএ । ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক২২:০৯, ২৬ মার্চ, ২০২০ | পাঠের সময় : মিনিট
করোনা ভাইরাস থেকে শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তবে কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাতে এক বার্তায় তিনি বলেন, যারা কারখানা খোলা রাখবেন তাদের শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের সব দায়িত্ব মালিকদেরই নিতে হবে।
বিজিএমইএ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। তিনি সবার সুরক্ষা ও সুস্বাস্থ্যের জন্য পদক্ষেপ নিতে বলেছেন।
ইত্তেফাক/জেডএইচ