শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রিজার্ভে রেকর্ড করে চলেছে বাংলাদেশ

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০১:১৬

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে করোনা মহামারিতেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একের পর এক রেকর্ড করে চলছে।

এবার রিজার্ভের পরিমাণ ৪১ বিলিয়ন বা ৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। 

এর আগে ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। তিন সপ্তাহের ব্যবধানে তা ৪১ বিলিয়ন ডলার ছাড়াল।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা তথ্যে জানা গেছে, চলতি অক্টোবর মাসের ২৭ দিনে প্রায় ২০০ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের পর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ব্যাপকভাবে বাড়ছে। 

ইত্তেফাক/জেডএইচ