বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন না দিলেও জরিমানা হবে না

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১২:১৫

আগামীকালের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্য বাধকতা রয়েছে। তবে এই সময়ের মধ্যে জমা দিতে না পারলেও করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী এক বা দুই মাসে জরিমানা নেবেনা এনবিআর। আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আয়কর রিটার্ন জমার সময় বাড়বে না। তবে আমরা কর অফিসগুলোকে বলে দেবো কেউ দেরিতে আয়কর রিটার্ন জমা দিলে জরিমানার বিষয়ে তারা যেনো নমনীয় হয়। 

আগামীকাল ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর সেগুন বাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ