শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আয়োডিনের দাম কমালো বিসিক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০৬:৪১

আয়োডিনযুক্ত লবণের প্রধান উপাদান পটাশিয়াম আয়োডেটের (আয়োডিন) দাম কমিয়ে পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ইতিমধ্যে বিসিকের আটটি লবণ জোনে কর্মরত কর্মকর্তা ও লবণ মিলমালিকগণকে এ বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছে বিসিক।

উল্লেখ্য, খাবার লবণ আয়োডিনযুক্তকরণে ব্যবহূত হয় পটাশিয়াম আয়োডেট। পটাশিয়াম আয়োডেট বাংলাদেশে উত্পাদিত হয় না। বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রতি টন লবণ পরিমিত মাত্রায় আয়োডিনযুক্ত করতে ৭০-৯০ গ্রাম পটাশিয়াম আয়োডেটের প্রয়োজন হয়। প্রতি বছর লবণ আয়োডিনযুক্তকরণে প্রায় ৩০ টন পটাশিয়াম আয়োডেট ব্যবহূত হয়। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিদেশ থেকে পটাশিয়াম আয়োডেট আমদানি ও সরবরাহ করে বিসিক।

২০১৭-১৮ অর্থ বছরে পটাশিয়াম আয়োডেটের দাম প্রতি কেজি ৪ হাজার ৭০০ টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমান পরিস্থিতিতে লবণ কারখানাসমূহকে সহায়তার অংশ হিসেবে পটাশিয়াম আয়োডেটের দাম আরেক দফা কমিয়ে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা মূল্যে লবণ কারখানাসমূহকে সরবরাহের নির্দেশ প্রদান করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি।


ইত্তেফাক/এনএ