বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাটমোহরে দিনে উৎপাদন হচ্ছে ১০ লাখ ডিম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪০

চাটমোহরে প্রতিদিন হাস-মুরগির ১০ লাখ ডিম উৎপাদন হচ্ছে।

ডিম ব্যবসায়ী আফাজ উদ্দিন জানান, চাটমোহর ডিম ব্যবসায়ী সমিতির ১৯ জন আড়তদারসহ প্রায় ৬০ জন প্রতিদিন ১০ লাখ ডিম সংগ্রহ করে বিভিন্ন মোকামে পাঠাচ্ছেন। তিনি নিজেই প্রতিদিন প্রায় ১ লাখ ডিম কেনাবেচা করেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. রোকনুজ্জামান জানান, উপজেলায় লেয়ার মুরগির খামার রয়েছে ৫৯১টি। এসব খামারে ৫ লাখ ৭২ হাজার মুরগি রয়েছে।

এসব খামার থেকে প্রতিদিন ডিম উৎপাদন হচ্ছে। এছাড়া ছোট ছোট খামার রয়েছে। আছে হাঁসের খামারও।

ইত্তেফাক/জেডএইচডি