শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিন মার্চেন্ট ব্যাংকের আইপিও সুবিধা বন্ধ, বাতিল হবে সনদ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৮

তিন মার্চেন্ট ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটা সুবিধা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিধিমালা লঙ্ঘনের দায়ে তাদের এই সুবিধা বন্ধ করেছে কমিশন। গত বুধবার ৭৬৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

যেসব মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—বেঙ্গল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড এবং পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড।

এসব মার্চেন্ট ব্যাংকার্স কর্তৃক বিধিমালা লঙ্ঘনের জন্য আইপিও কোটা সুবিধা বন্ধ করেছে বিএসইসি। এদিকে, আলোচ্য প্রতিষ্ঠানগুলোতে মূলধন ঘাটতি রয়েছে। প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের ৩০ জুনের মধ্যে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ বাতিল করার প্রক্রিয়া শুরু হবে বলে বিএসইসি সিদ্ধান্ত নিয়েছে।

ইত্তেফাক/এএএম