শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শাহজাদপুরে সংকটে তাঁতশিল্প

আপডেট : ০৩ মে ২০২১, ১২:০১

শাহজাদপুরের তাঁতশিল্প সংকটে পড়েছে। তাঁতিরা পড়েছেন বিপাকে। এ বছরেও অর্থনৈতিকভাবে বিপর্যয়ের শঙ্কা করছেন তাঁতিরা। সারা দেশে লকডাউন থাকায় হাটে বিক্রির জন্য কাপড় আনতে পারছেন না তারা। নতুন করে কাপড় বোনাও হচ্ছে না।

পুঠিয়া গ্রামের চাঁদ মিয়া, গাড়াদহ গ্রামের শফিকুল ইসলাম, উল্লাপাড়ার নেওয়ার গাছা গ্রামের সেরাজুল ইসলাম, মহেষপুর গ্রামের বাবলু মিয়া ও হাসান জানান, অনেকেরই ১৫ থেকে ২০ খানা তাঁত ছিল। এখন কমতে কমতে কারো দুই খানা কারো আবার পাঁচ খানায় ঠেকেছে। পৌর এলাকার তাঁত শ্রমিক স্বপন বলেন, ‘অনেক মহাজন তাঁত বন্ধ করে বসে আছেন।’

ইত্তেফাক/এমআর