শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাঁঠালের গ্রাম লাউড়ের গড়

আপডেট : ০৭ মে ২০২১, ০৮:৪৭

তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামকে কাঁঠালের গ্রাম হিসেবেই আখ্যা দিয়ে থাকেন স্থানীয়রা। এ গ্রামের ৫০০ পরিবারের বেশির ভাগ পরিবারেই রয়েছে কাঁঠালের গাছ। গড়ে প্রত্যেক বাড়িতে কমপক্ষে ১০টি করে কাঁঠালগাছ রয়েছে।

গ্রামের বাসিন্দা আশরাফ মিয়া বলেন, গাছের বয়স যত বাড়বে, কাঁঠাল ততই বেশি ধরবে। কোনো কোনো গাছে ১০০-১৫০টি কাঁঠাল আসে।

বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন বললেন, লাউড়ের গড়ের মাটি কাঁঠাল চাষের উপযোগী।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. ফরিদুল হাসান বলেন, লাউড়েগড় গ্রামে কাঁঠাল বেশি হয়। কাঁঠালের গ্রাম হিসেবেই এই গ্রামের পরিচিতি বাড়ছে।

ইত্তেফাক/এমআর