শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রায়পুরায় বাঙ্গির ভালো ফলন

আপডেট : ১৭ মে ২০২১, ০৯:৪২

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে বাঙ্গির ভালো ফলন হয়েছে। অন্যদিকে দাম ভালো থাকায় খুশি চাষিরা। কৃষকরা জানায়, রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী, শ্রীনগর, চরমধুয়া ও মির্জারচর ইউনিয়নে বাঙ্গি চাষাবাদ হয় বেশি।

সরজমিনে দেখা যায়, মেঘনা নদীর তীর ঘেঁষে বাঁশগাড়ী ও শ্রীনগর ইউনিয়নের মধ্যবর্তী চরে সবুজ লতাপাতার ফাঁকে ফাঁকে কাঁচা-পাকা বাঙ্গি।

রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান বলেন, রায়পুরার চর এলাকায় বাঙ্গি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাঙ্গি চাষ সম্প্রসারণে আমরা সার্বক্ষণিক মাঠ পরিদর্শনসহ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। উপজেলায় এবার ৪০ হেক্টর জমিতে বাঙ্গির চাষাবাদ হয়েছে।

ইত্তেফাক/এমআর