শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লেনদেন কিছুটা কমলেও মূলধন ১৮০০ কোটি টাকা ফিরেছে

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৮:২০

বিদায়ি সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে শেয়ারবাজারে। এর মধ্যে দুই কার্যদিবসেই পতন হয়েছে। বাকি দুই কার্যদিবসে উত্থান হলেও সপ্তাহ শেষে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে কিছুটা কমেছে। সূচক বেড়েছে। একই সঙ্গে বাজার মূলধন ১ হাজার ৮০০ কোটি টাকা ফিরেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি ৬২ লাখ ৪ হাজার টাকা। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের ১ হাজার ৮৫২ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৫৯৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯০৭ টাকার। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৪২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৩১২ টাকা বা ৩ দশমিক ২১ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭৬০ দশমিক ৬২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৬১ দশমিক ৩৪ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪২৩ দশমিক ৫৫ পয়েন্টে।

সূচক মূলধনে নতুন রেকর্ড ১১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

বিদায়ি সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৪টির বা ৫৯ দশমিক ২৬ শতাংশের, কমেছে ১৪৩টির বা ৩৭ দশমিক ৮৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২ দশমিক ৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৯৪৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০৮ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ২৬২ টাকার। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৩১৬ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৭ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯৭১৩ দশমিক ২৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১১৮ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ, সিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৭ শতাংশ এবং সিএসআই ৯ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮২০ দশমিক ৫২ পয়েন্ট, ১৪৪৭৮ দশমিক ৩৯ পয়েন্ট, ১৪২৭ দশমিক ৯০ পয়েন্ট এবং ১২৪৭ দশমিক ০৪ পয়েন্টে।

সপ্তাহ জুড়ে সিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮০টির বা ৫২ দশমিক ৩৩ শতাংশের দর বেড়েছে, ১৪৩টির বা ৪১ দশমিক ৫৭ শতাংশের কমেছে এবং ২১টির বা ৬ দশমিক ১০ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ইত্তেফাক/এএএম