বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউরোপের বাজার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: বাণিজ্য সচিব

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:৫৮

বেলজিয়ামে সফররত বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলরদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ পেপারলেস ট্রেড এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। বাংলাদেশ এখন পেপারলেস ট্রেডে সক্ষমতা অর্জন করেছে।

আজ সোমবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. মফিজুল ইসলাম রবিবার বেলজিয়ামের ব্রাসেল্সে বাংলাদেশ দূতাবাসে ইউরোপে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলরদের ইউরোপের বাজারে ‘ট্রেড স্ট্রাটেজি এন্ড এ্যাকশন প্ল্যান’ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তৃতায় এ সব কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ইউরোপের বাজার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পণ্য ইউরোপে বেশ জনপ্রিয়। এ সুযোগকে কাজে লাগাতে হবে।

মফিজুল ইসলাম বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিতে কমার্শিয়াল কান্সিলরদের দায়িত্ব সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আগামীতে নারীদের বিশ্ব বাণিজ্যে সফল ভাবে কাজ করার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশে এখন নারী ব্যবসায়ীর সংখ্যা অনেক। নারী ব্যবসায়ীদের সহযোগিতা দিলে বাণিজ্যের পরিধি বাড়বে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে ৬ মে সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্রাচার্য্য বক্তব্য দেন। কর্মশালায় ইউরোপে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলরগণসহ দূতাবাসের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই