বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাতকানিয়ায় বোরো ধান কাটা শুরু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৭:৫৮

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এ বছর খানিকটা আগে বোরো ধান কাটা শুরু হয়েছে। এবার উৎপাদন খরচ ছিল কৃষকের সামর্থ্যের মধ্যে। বোরো ধান রোপণ থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত ক্ষেতে প্রাকৃতিক পানির যোগান ছিল বেশি। পাকা ধান গোলায় তোলার পর লাভের মুখ দেখায় খুশি কৃষক।

জানা যায়, সাতকানিয়া ১৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বোরো রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ছয় হাজার পাঁচশ হেক্টর। এর মধ্যে হাইব্রিড দুই হাজার হেক্টর এবং উপসী চার হাজার পাঁচশ হেক্টর।

সরজমিনে সাতকানিয়ায় মাঠে সোনালী হাসির ঝিলিক দেখা গেছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর জমিতে তারা হাইব্রিড-এসএল ৮ এইস, টিয়া, হীরা-২, হীরা-৬, সেরা, সিনেজেন্টা-১২০৫, ছক্কা, ব্রী-৬৪, ৭৪, ৮১, ২৮, ২৯, ৩৩, ৪৫, ৪৭, ৪৮, ৫৫, ৫৮ জাতের ধান রোপণ করেছেন। অনেক কৃষক উপজেলার মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শে সারিবদ্ধ ভাবে ধান রোপণ করেছেন। এতে তারা আশানুরূপ ফসল পেয়েছেন।

আরও পড়ুন: ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে কু-প্রস্তাব, শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ-মামলা

সাতকানিয়া উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা এস. এম. জহির জানান, ধানের বাজার মূল্য এখন বেশি। এবছর ক্ষেতে প্রাকৃতিক পানি বেশি ছিল বিধায় ফলন বেশি। কৃষক এবার লাভের মুখ দেখবে।

ইত্তেফাক/অনি