শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়া শেরপুরে ব্র্যাক ব‌্যাংকের বর্ষবরণ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০০:২৭

বগুড়ার শেরপুরে ব্র্যাক ব‌্যাংক, শেরপুর, শাখা এক বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করেছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে শেরপুরে অবস্থিত ব্যাংক কার্যালয়ে বর্ষবরণ উযদাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা মেতেছিলেন দেশীয় সংস্কৃতিতে।

বর্ষবরণ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক শেরপুর শাখার শাখা ব্যবস্থাপক কামরুন নাহার বলেন, হাজার বছরের ঐতিহ্যঋদ্ধ বাঙালির যে গৌরবময় ঐতিহ্য তার মূলে রয়েছে বাঙালির জীবনাচার। প্রতিবার বৈশাখ আমাদের সেই জিনিসটিই মনে করিয়ে দেয়।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ এখন বাঙালির সবচেয়ে বড় জাতীয় উৎসব।

বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার আসমা আক্তার, ব্রাঞ্চ সেলস এন্ড সার্ভিস অফিসার রাজিবুল আলম, ক্যাশ এন্ড ক্লায়েন্ট সার্ভিস অফিসার সুজন ইসলাম চিশতী, সুমন আলী, এস. আলীম, রিলেশনশিপ অফিসার সাদেকুর রহমান প্রমুখ।

বর্ষবরণ অনুষ্ঠানে ব্যাংকের ‘তারা গ্রাহকরা’ নেচে-গেয়ে বর্ষবরণ অনুষ্ঠান মাতিয়ে রাখেন।পরে ‘তারা গ্রাহকদের’ বাঙালি ললনাদের সাজের অন্যতম অনুষঙ্গ লাল চুড়ি এবং অন্যান্য উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে নাচ, গান পরিবেশনকারীদের পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন: মুক্তির একদিনের মধ্যেই অনলাইনে ‘কলঙ্ক’ ফাঁস!

সবশেষে, আগত অতিথিদের দেশীয় খাবার পরিবেশন করে অনুষ্ঠান শেষ করা হয়।

ইত্তেফাক/অনি