বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বাজেটে বিড়ি-সিগারেটর কর বৈষম্য দূর করতে হবে’

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:০৫

বিড়িকে কুটির শিল্প ঘোষণাসহ ৭ দফা দাবিতে কিশোরগঞ্জ-০৩ আসনের এমপি মুজিবুল হক চুন্নুর বাসার সামনে সোমবার বেলা ৩ টায় মানববন্ধন করে কিশোরগঞ্জ বিড়ি ভোক্তা পক্ষ। 

তারা দাবি করেন, বিড়ির ওপর অর্পিত সকল কর প্রত্যাহার করা, ভারতের ন্যায় এ শিল্পকে কুটির শিল্প ঘোষণা করা, বিদেশি সিগারেট বাংলাদেশে বন্ধ করা, বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধ করা, বিড়ি যেন কম মূল্যে পাওয়া যায় সে ব্যবস্থা বজায় রাখা। 

সমাবেশে বলা হয়, বাংলাদেশে সিগারেট যতদিন থাকবে, বিড়িশিল্প তত দিন থাকবে ও প্রতি বছর বাজেটে বিড়ি সিগারেটের কর বৈষম্য দূর করতে হবে।পরে তারা এমপি বরাবর স্বারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন: ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ বিড়ি ভোক্তা পক্ষের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মিয়া,  প্রচার  সম্পাদক বজলুর রহমানসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।

ইত্তেফাক/অনি