শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাগুরায় বাঙ্গির বাম্পার ফলন

আপডেট : ১৫ মে ২০১৯, ১৯:৩২

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মাগুরায় বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। বর্তমানে পাকা বাঙ্গি বাজারে বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। রমযানে পাকা বাঙ্গি পেয়ে ক্রেতারা বেশ খুশি।  

জানা গেছে, জেলার কাদিরাবাদ, শক্রুজিৎপুর, হুদা শ্রীপুর, বৈঠাখালী, দোসতিনা প্রভৃতি গ্রামে বাণিজ্যিকভাবে প্রায় ৫০ হেক্টর জমিতে বাঙ্গির চাষ করা হয়েছে। মাগুরার হাট-বাজার গুলোতে প্রচুর পাকা বাঙ্গি দেখা যাচ্ছে। এছাড়া ফেরি করেও বিক্রি করা হচ্ছে। প্রতিটি বাঙ্গি ১০ টাকা থেকে প্রকারভেদে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

আরও পড়ুন: জমিতে ছাগল ঢুকে পড়ায় মারামারি, প্রাণ গেলো ৩ মাসের শিশুর

বৈঠাখালী গ্রামের বাঙ্গি চাষি সুধির কুমার জানান, তিনি দুই বিঘা জমিতে বাঙ্গি চাষ করেছিলেন। ফলন ভালো হয়েছে। দাম ভালো থাকায় বাঙ্গি বিক্রি করে লাভবান হচ্ছেন। খরচ কম হওয়ায় কৃষকরা বাঙ্গি চাষে ঝুঁকছেন। 

ইত্তেফাক/অনি