শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্যাসের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বিকালে

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৬:১৯

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানির সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ রবিবার বিকাল ৪টায় ওই সংবাদ সম্মেলনে গ্যাসের দাম সমন্বয়ের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে ট্যারিফ বিভাগের উপপরিচালক কামরুজ্জামান জানান।

এ বছরের ফেব্রুয়ারি মাসে গ্যাস বিতরণ কোম্পানিগুলো কমিশনের কাছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। কোম্পানিগুলো গ্যাসের দাম গড়ে ১০২ ভাগ বাড়ানোর প্রস্তাব করে। এরপর মার্চ মাসে গণশুনানি করে কমিশন। শুনানির ৯০ দিনের মধ্যে দামের বিষয়ে ঘোষণা দেওয়ার নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ীই আজ বিকালে সিদ্ধান্ত ঘোষণা দিতে যাচ্ছে কমিশন।

আরও পড়ুন: শেখ হাসিনার ট্রেনে গুলিবর্ষণ মামলার ৩০ আসামির জামিন বাতিল

সর্বশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭০ শতাংশ বাড়ানো হয়। ওই বছরের মার্চ ও জুলাই থেকে দুই ধাপে তা কার্যকর করার কথা থাকলেও মার্চে দাম কার্যকর হয়। আর জুলাই মাসের দাম হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়।

ইত্তেফাক/কেকে