শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বৃদ্ধি

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২৩:২০

সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রণীত ‘বীমা কর্পোরেশন আইন, ২০১৯’ অনুযায়ী সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধন উন্নীত হয়েছে যথাক্রমে ১ হাজার কোটি টাকা এবং ৫০০ কোটি টাকায়। যা পূর্বে যথাক্রমে ২০ (বিশ) কোটি টাকা এবং ১০ (দশ) কোটি টাকা ছিল। 

এ প্রেক্ষিতে গত ১৯ জুন অনুষ্ঠিত সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের ৫৯৮তম সভায় সাবীকের নিজস্ব তহবিলের রিজার্ভ থেকে ৪৯০ কোটি টাকা স্থানান্তর করার মাধ্যমে পরিশোধিত মূলধন ৫০০ পাঁচশত কোটি টাকায় উন্নীতকরণের বিষয়টি অনুমোদিত হয়।

আরও পড়ুন: ঈশ্বরদীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

পরিশোধিত মূলধন উন্নীতকরণের ফলে বহির্বিশ্বে পুনঃবীমাকারীদের কাছে সাবীকের ভাবমূর্তি অধিকতর উজ্জ্বল হবে। সেইসঙ্গে বীমার ওপর জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

ইত্তেফাক/নূহু