বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘টাকা দিচ্ছে না ব্যবসায়ীরা, এখনই কমবে না খেলাপি ঋণ’

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:১৮

ব্যবসায়ীরা এখন টাকাই দিচ্ছে না, ফলে দেশে খেলাপি ঋণ এখনই কমার সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রবিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'নন-পারফর্মিং লোন (খেলাপি ঋণ) আমাদের এখানে কমার কোনো সুযোগ নেই। কারণ, নন-পারফর্মিং লোন কমানোর জন্য যে এক্সিট প্ল্যান দিয়েছিলাম, সেটা এখনও কার্যকর করতে পারি নাই।'

খেলাপি ঋণ না বাড়ার আশ্বাসের পরও তা বৃদ্ধির বিষয়টি ব্যর্থতা কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'খেলাপি ঋণ এক টাকাও বাড়বে না। খেলাপি ঋণ বাড়ছে- এটা আমি মানব না। যেদিন আমি বলেছিলাম খেলাপি ঋণ বাড়বে না, সেদিনই আমি বলেছিলাম একটা এক্সিট প্ল্যান রাখব। সেই এক্সিট প্ল্যান কার্যকর হলে বলবেন যে, বাড়ছে কি বাড়েনি।'

আরও পড়ুন:  সর্বোচ্চ বাজেটের ছবিতে হৃত্বিক-দীপিকার সঙ্গে ফিরছেন প্রীতি

এক্সিট প্ল্যান বাস্তবায়ন না হওয়াই খেলাপি ঋণ না কমার কারণ উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, 'ব্যবসায়ীরা তো এখন টাকাই দিচ্ছে না। এমন কি যারা দিত, তারাও এখন দিচ্ছে না। তারা এ সুযোগ নেবে, তারা তো ব্যবসায়ী।'

তবে খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে, এমন আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, 'আমরা তাড়াতাড়ি এর সুরাহা করব। সুরাহা করলে আমাদের অবস্থা আপনারাই মূল্যায়ন করতে পারবেন। আপনারা খুশি হবেন। তখন দেশের ব্যবসা-বাণিজ্যের চিত্রই বদলে যাবে।'

ইত্তেফাক/জেডএইচডি