বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুনরায় সাধারণ বীমার এমডি হলেন শাহরিয়ার আহসান

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৪:৪৯

রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা খাতের শীর্ষ প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সৈয়দ শাহরিয়ার আহসানকে দ্বিতীয় মেয়াদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক দিয়েছে সরকার। তিনি আগামী এক বছর এই পদে দায়িত্ব পালন করনে।

এর আগে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসানকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

আরো পড়ুন: নতুন পদ্ধতির ভ্যাট নিবন্ধনে গতি নেই

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে সৈয়দ শাহরিয়ার আহসান দেশীয় বিভিন্ন বীমা কোম্পানির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সেন্ট্রাল রেটিং কমিটি, রি-ইনস্যুরেন্স কমিটি এবং টেকনিক্যাল সাব কমিটির সদস্য ছিলেন তিনি।

ইত্তেফাক/এমআর