শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পোশাক খাতে তরুণ উদ্যোক্তাদের সংগঠন বায়লার যাত্রা শুরু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৮

বস্ত্র ও পোশাক খাত এবং সংশ্লিষ্ট এক্সেসরিজ খাতের তরুণ তথা দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার্স অ্যাসোসিয়েশনের (বায়লা) যাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের উদ্বোধন করা হয়।

এর আগের দিন শুক্রবার রাতে এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনটির নেতারা।

সংগঠনের সভাপতি সায়েম গ্রুপের পরিচালক আবরার হোসেন সায়েম বলেন, দেশের তৈরি পোশাক খাতের তরুণ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে এ খাতের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে কাজ করা তাদের প্রধান লক্ষ্য। এ জন্য নতুন উদ্ভাবন নিয়ে গবেষণা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও বাজার বৃদ্ধির জন্য তারা চেষ্টা করবেন। বিশেষত পোশাকের ন্যায্য দর পেতে সংগঠনটি সহযোগী শক্তি হিসেবে কাজ করবে। শনিবার রাতে সংগঠনটির যাত্রা শুরু উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পোশাক খাতের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/জেডএইচডি