শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাহানারা লতিফ মহিলা কলেজের রজতজয়ন্তী উদযাপন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৮:০১

জামালপুরের মেলান্দহে জাহানারা লতিফ মহিলা কলেজের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
রবিবার বেলা ১১টায় কলেজ গেট থেকে আনন্দ র‌্যালি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আ. লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি। এর আগে তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

আরও পড়ুন: অবতরণের সময় চাকা পাংচার, অক্ষত ৩৩ যাত্রীসহ ক্রু

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ড. সৈয়দ সামসুদ্দীন আহমদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি  ড. মো. কামাল উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, জাহানারা লতিফ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলাম সরকার প্রমুখ।

ইত্তেফাক/এসি