শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুবিতে শিক্ষার্থীদের দাবি নিয়ে মতবিনিময় সভা

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০১:৩০

আবাসন সংকট, বেতন বৃদ্ধিসহ নানাবিধ দাবি নিয়ে শিক্ষার্থীদের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র বিষয়ক পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  ছাত্র বিষয়ক অধিদপ্তরের সামনে এ সভা  হয়।

সভায় ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরিফ হাসান লিমন শিক্ষার্থীদের নানা দাবি নিয়ে কথা বলেন। তিনি বলেন, 'আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেতন ও ফিস বৃদ্ধির হার সংগ্রহ করেছি। সেসব পর্যবেক্ষন করে দেখেছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের বেতন ও ফিসের অর্থের পরিমাপ তাদের তুলনায় কম।এছাড়া এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ১২টি খাত থেকে অর্থ নিয়ে থাকে যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে  খাতের সংখ্যা  ২০ থেকে ৩০ টি।'

তিনি আরও বলেন,  '৪ বছরে খুবির একজন শিক্ষার্থী  বিভিন্ন খাতে কত অর্থ প্রদান করে এবং একই হিসাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কত প্রদান করে তার একটা তুলনা  আমরা তোমাদের সামনে উপস্থাপন করব।'

আবাসান সংকট নিরসনে তিনি বলেন, ইতিমধ্যেই  হলের সম্প্রসারণ কার্যক্রম চলছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেখানে শিক্ষার্থীরা থাকতে পারবে বলে আশা করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের আবেদন সমাধানের জন্য সময় চেয়ে  জানিয়েছেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি অবশ্যই পূরণ করা হবে।

এদিকে উপস্থিত শিক্ষার্থীরা জানান, তারা আশা করেছিলেন যে তারা দীর্ঘদিন যে সমস্যার মধ্যে আছেন তার আজই সমাধান হবে। কিন্তু  দাবিগুলো নিয়ে আরও পর্যবেক্ষণের জন্য কর্তৃপক্ষ সময় নিয়েছেন। তারা বলেন, 'আমরা আসা করছি প্রশাসন যৌক্তিকভাবে  শিক্ষার্থীদের আবেদনের সমাধান করবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যথাযথভাবে সমাধান না করা হলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।'

আরও পড়ুন: খেলার মাঠে মুখোমুখি হবেন মমতা-হাসিনা

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর শিক্ষার্থীরা তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে ছাত্র বিষয়ক পরিচালকের মাধ্যমে উপাচার্য বরাবর  স্মারকলিপি প্রদান করে। তার পরদিনই শিক্ষার্থীরা এ বিষয়ে ছাত্র বিষয়ক পরিচালক বরাবর একটি সংযুক্তিসহ সমাধানের বিকল্প প্রস্তাবনা জমা দেয়।

ইত্তেফাক/এসএইচএম